Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড


  (১)  নামজারির জন্য প্রয়োজনীয় তথ্যবলির চেকলিস্ট  ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে নামজারির আবেদন গ্রহণের বিষয়ে ৩০টি ২˝ @১.৫˝ মাপের বোর্ড            তৈরি করে উপজেলা ভুমি অফিস, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, প্রতিটি ইউনিয়ন ভূমি অফিস ও গুরুত্বপূর্ণ বাজারে সেটে দেয়া হয়েছে।

    (২) উপজেলা ভুমি অফিসের প্রত্যেক কক্ষের নম্বর দিয়ে তার বিপরীতে ১টি বোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে যাতে উল্লেখ আছে যে, কোন কর্মকর্তা বা সহকারী কোন কক্ষে বসেন।

    (৩) প্রতিটি কর্মকর্তা ও সহকারীদের বসার স্থানের পেছনে তাঁর পদবী ও কার্যক্রম সম্বন্ধে ২˝Í১.৫˝ঢ়াপ বোর্ড স্থাপন করা              
হয়েছে।
(৪) প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসে সাইন বোর্ড স্থাপন করা হয়েছে।
(৫) উপজেলা ভূমি অফিসসহ প্রতিটি ্ইউনিয়ন ভূমি অফিসে আগত সেবা প্রার্থীদের জন্য সুপেয় পানি সরবরাহের নিমিত্তে
ওয়াটার ফীল্টার স্থাপন করা হয়েছে।
(৬) উপজেলা ভূমি অফিসে WIFI এর ব্যবস্থা করা হয়েছে।
(৭) উপজেলা ভূমি অফিস এর সামনে সুদৃশ্য ফুলের বাগান করা হয়েছে।
(৮) উপজেলা ভূমি অফিসে আগত সেবা প্রার্থীদের জন্য মহিলা ও পুরুষ টয়লেট স্থাপন করা হয়েছে।
(৯) উপজেলা ভূমি অফিসে আগত সেবা প্রার্থীদের জন্য পর্যাপ্ত চেয়ার এর ব্যবস্থা করা হয়েছে।
(১০) নতুন করে সংশোধিত সিটিজেন চার্টার স্থাপন করা হয়েছে।
(১১) ভূমি সংস্কার বোর্ডের নির্দেশনা অনুযায়ী ৪টি ধাপে নামজারি সম্পন্ন করা হচ্ছে।
(১২) ভিপি কেসের হালনাগাদ রেজিষ্টার তৈরি (প্রতিটি ইউনিয়ন ভূমি অফিস ভিত্তিক) করা হয়েছে।
(১৩) পরিত্যাক্ত সম্পত্তির হালনাগাদ তথ্যের জন্য কার্যক্রম হাতে নেওয়া হয়েছে যাতে খাস জমির পরিমাণ বাড়ানো যায়।
   ( ১৪)Webportal হালনাগাদ করা হয়েছে

     ১৫) E-mutation চালু করা হয়েছে।